বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড ডাউনলোড

আইডি কার্ড ডাউনলোড

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যে ভোটার আইডি কার্ড অনলাইন এর মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে তার নিয়ম অনেকেই হয়তো জানেন না। আর সেই জন্য আজকে আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এবং সেখানকার কিছু নিয়মকানুন অনুসরণ করে কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় তা জানিয়ে দেব। আপনার ভোটার আইডি কার্ডের তথ্য নিবন্ধন করা যদি ছয় মাস অথবা এর অধিক হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভোটার স্লিপের নাম্বার দিয়ে অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে এটি ডাউনলোড করতে পারবেন।

তবে বর্তমান সময়ে সকলকে স্মার্ট ভোটার আইডি কার্ড প্রদান করা হয়ে থাকলেও আপনারা যখন বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তখন স্মার্ট ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। ওয়েবসাইটের নিয়ম অনুসরণ করে সকলের পেপার লেমিনেটিং ভার্সন পিডিএফ ফাইল আকারে ওয়েবসাইটে আপলোড করা আছে। তাহলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য যে সকল নিয়মকানুন রয়েছে তা নিজে আলোচনা করা হলো।

ভোটার আইডি কার্ড সকলের জন্যই গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হওয়ার কারণে এটা অবশ্যই আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং যে সকল জায়গায় ব্যবহার করা প্রয়োজন সে সকল জায়গায় অনুলিপি প্রদান করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপি প্রদর্শন করতে হয়। তবে সেরকম কোনো বাধ্যবাধকতা না থাকলে আপনারা যে কোন জায়গায় ভোটার আইডি কার্ডের অনলিপি দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারবেন।

তাই তথ্য যখন নিবন্ধন করা হয়েছে অথবা ভোটার আইডি কার্ড যখন হাতে পেয়েছেন তখন অবশ্যই অনলাইনের এই সুযোগ আপনারা কাজে লাগাবেন। অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের পেপার লেমিনেটিং ভার্সন নিজেদের হাতে থাকা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট অথবা অন্য কোন ডিভাইসে রেখে দিলে যে কোন মুহূর্তে এটা ব্যবহার করতে পারবেন।

তাই বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সার্ভিস নামক যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদেরকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সুযোগ প্রদান করা হচ্ছে। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা যখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যাবেন তখন অনেকেই হয়তো ওয়েবসাইটের ঠিকানা না জানার কারণে ভুলভাল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তাই সঠিক ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাদেরকে
https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিঙ্কটি কপি করে নেওয়ার জন্য বলা হলো। এটি কপি করে নিয়ে যখন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য সার্চ করবেন তখন আপনাদেরকে সেখানে পৌঁছে দেয়া হবে।

এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনাদেরকে সেখানের হোম পেজের যে রেজিস্টার করুন অপশন রয়েছে সেখানে চলে যাবেন। রেজিস্টার করুন অপশনে ক্লিক করার মাধ্যমে খুব সহজেই আপনারা একটি নতুন পেজ পেয়ে যাবেন এবং সেখানে আপনাকে তথ্য ইনপুট করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করা না থাকলে আপনার ভোটার নিবন্ধন স্লিপের নাম্বার প্রদান করতে হবে। তারপরে জন্ম তারিখের ঘরগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে এবং কারো জন্ম তারিখ যদি ছয় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ০৬ লিখে তথ্য ইনপুট করতে হবে। এখন ওয়েবসাইটের দেওয়া নিচের ক্যাপচা কোড ভালোমতো জুম করে বুঝে নিবেন এবং সেটা ফাঁকা ঘরে বসিয়ে দিয়ে পরবর্তী পেজে চলে যাবেন।

ওয়েবসাইটের নিয়ম অনুসরণ করে আপনাদেরকে পরবর্তী পেজে ঠিকানা সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। আপনার বিভাগীয় পর্যায়ের তথ্য থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের তথ্য অথবা আপনি কত নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তি তা উল্লেখ করতে হবে। এই কাজটি সম্পন্ন হওয়ার পর পরবর্তী পেজে যখন যাবেন তখন সেখানে একটি মোবাইল নাম্বার দেখানো হবে। তথ্য নিবন্ধন করার সময় এই মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল বলে ওয়েবসাইটে তার প্রদর্শন করা হচ্ছে। মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়ে থাকলে আপনি বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন এবং মোবাইল ফোনের সাথে সাথে একটি মেসেজ চলে যাবে। সেখান থেকে ওটিপি কোডের এসএমএস নিয়ে নিবেন এবং সেটা ওয়েবসাইট ইনপুট করে পরবর্তী পেজে চলে যাবেন।

পরবর্তী পেজে গেলে আপনাদেরকে এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যার ডাউনলোড করার কথা বলা হবে এবং সেখান থেকে প্লে স্টোর এর লিংক আপনারা পেয়ে যাবেন। এটি ডাউনলোড করা হয়ে গেলে যার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে তার মুখমন্ডল ক্যামেরার সামনে আনতে হবে। ক্যামেরার মাধ্যমে মুখমণ্ডল সনাক্তকরণের ভিত্তিতে তাকে ওয়েবসাইটে ফেরত আসতে বলবে। ওয়েবসাইটে ফেরত এসে আপনারা ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করে একটি পরিপূর্ণ প্রোফাইল তৈরি করতে পারছেন। এখন আপনাদের প্রোফাইল থেকে নিচের ডাউনলোড অপশনে গিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য যে সিস্টেম রয়েছে তা অনুসরণ করে ডাউনলোড করে নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *