জন্ম নিবন্ধন আবেদন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন আবেদন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন আবেদন সংশোধন প্রক্রিয়া সম্পর্কে যারা জানতে এসেছেন তাদেরকে কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে তার নিয়ম জানিয়ে দেব। যেহেতু জন্ম নিবন্ধন সনদ আমাদের দৈনন্দিন জীবনে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রদান করা একটা ব্যক্তিগত পরিচয় পত্র এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি সেহেতু এখানে কোন তথ্য ভুল থাকলে চলবে না। মনে রাখবেন জন্ম নিবন্ধন সনদের ভুল মানে সার্টিফিকেট এ ভুল এবং জন্ম নিবন্ধন সনদের ভুল মানে জাতীয় পরিচয় পত্রে ভুল। তাই নামের অক্ষর থেকে শুরু করে যদি বড় কোন ধরনের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সংশোধন করতে হবে এবং এখন অনলাইনের মাধ্যমে আবেদন করে ৫০ থেকে ১০০ টাকা আবেদন ফি প্রদান করার ভিত্তিতে এই আবেদনের উপর নির্ভর করে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করা যাচ্ছে।

যখন জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য প্রত্যেকটি মানুষকে তাগাদা দেওয়া হয়েছিল তখন সেই অনুযায়ী আমরা জন্ম নিবন্ধন সনদ তৈরি করে নিই। কিন্তু পরবর্তীতে জন্ম নিবন্ধন সনদের অনেকের তথ্যগত ভুল দেখা গিয়েছে অথবা অনেকেই শিক্ষ বিরতি দেওয়ার কারণে সেই জন্মসাল কিছুটা পরিবর্তন করতে চেয়েছে। তবে আপনার এই সকল অহেতুক পরিবর্তন না করে সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিল আছে এমন সকল তথ্য যদি আপনারা সংশোধন করতে চান তাহলে যুক্তিসঙ্গত ভাবে তার সংশোধন করতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার জন্য আপনাদেরকে বর্তমান সময়ে বিডিআরআইএস নামক যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদন করার কথা বলব।

তথ্য সংশোধন করার জন্য জন্ম নিবন্ধন সনদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার অফিসিয়াল ওয়েবসাইট এর সংশোধন করার পেইজের লিংক হল https://bdris.gov.bd/br/correction । এই লিংক ব্যবহার করার মাধ্যমে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে সর্ব প্রথমে আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তথ্য অনুসন্ধান করে দেখতে হবে। যদি সেখানে আপনার নাম খুঁজে পান এবং সেই নাম যদি আপনার হয়ে থাকে তাহলে দেরি না করে পরবর্তী পেজে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার ঠিকানা সংক্রান্ত তথ্য প্রদান করা লাগবে। অপশনের মাধ্যমে ঠিকানা প্রদান করার পরে আপনারা যখন পরবর্তীতে যাবেন তখন আপনাদেরকে তথ্য সংশোধন করার কাজগুলো করা লাগবে।

এক্ষেত্রে যে তথ্য সংশোধন করতে চান তা সেখানে লিখে জানাবেন এবং নিয়ম অনুযায়ী আপনারা সর্বোচ্চ চারবার তথ্য সংশোধন করতে পারবেন বলে অবশ্যই প্রথমবার এই তথ্য সংশোধন করে নিবেন যাতে পরবর্তীতে আর সংশোধন করার প্রয়োজন না পড়ে। জন্ম নিবন্ধন সনদে উল্লেখিত ভুল তথ্য এবং সংশোধিত তথ্য লেখার পাশাপাশি তথ্য নিবন্ধনের সময় ভুল তথ্য সংশোধন করা হয়েছিল এরকম যুক্তি আপনাদেরকে দেখাতে হবে। এগুলো করার পর আপনারা একাধিক তথ্য সংশোধন করা সম্পন্ন হলে পরবর্তী পেজে যাবেন অথবা সেই পেজেই আবেদনকারীর তথ্য প্রদান করা লাগবে। আবেদনকারীর তথ্যের জায়গায় আপনাদেরকে অবশ্যই নিজেদের নাম এবং নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে যাতে করে অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করে পরবর্তীতে আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারেন।

তথ্য সংশোধনের এই কাজগুলো করার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র অথবা প্রমাণপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। বিশেষ করে জন্ম সাল সংক্রান্ত তথ্য সংশোধন করতে চাইলে আপনারা স্থানীয় যে সার্ভার স্টেশন আছে অথবা নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে গিয়ে ২৩০ টাকা দিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করে নিয়ে সেটা প্রমাণপত্র হিসেবে ওয়েবসাইটে দাখিল করতে হবে। এভাবে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সম্পন্ন করে স্থানীয় সরকার বিভাগের কাছে যথেষ্ট প্রমাণপত্র এর ফটোকপি প্রদান করতে হবে এবং বড় ধরনের আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি প্রদান করে অপেক্ষা করতে হবে। আবেদনের বর্তমান অবস্থা আপনারা যাচাই করে নিলেই বুঝতে পারবেন আপনার এটা সংশোধন হয়ে গিয়েছে এবং আপনি স্থানীয় সরকার বিভাগের থেকে তা সংগ্রহ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *