ভোটার আইডি কার্ড সংশোধন অনলাইন আবেদন

ভোটার আইডি কার্ড সংশোধন নিয়ম NID সংশোধনের অনলাইন আবেদন

ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এর আগে যখন ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা হতো তখন অনলাইনের মাধ্যমে আবেদন করে সেটা নিকটস্থ সার্ভার স্টেশনে গিয়ে জমা দেয়া লাগতো। তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হতো এবং ব্যাংকের প্রদান করা টাকা জমা দানের রশিদ প্রদান করা লাগত।

কিন্তু বর্তমান সময়ে সকল বিষয়ের পরিবর্তন করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা সম্ভব হচ্ছে। তাই আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের অথবা আপনার কোন পরিচিত ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে চান তাহলে অবশ্যই তাকে সাথে রেখে আপনারা এই তথ্য সংশোধন করতে পারেন। তথ্য সংশোধন করার জন্য যে সকল বিস্তারিত প্রক্রিয়া রয়েছে তা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

ভোটার আইডি কার্ডের তথ্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট সঙ্গে মিল থাকতে হবে। তাছাড়া আপনার পরিচয় পত্র হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্টস এর সঙ্গে যদি ভোটার আইডি কার্ডের তথ্য মিল না থাকে তাহলে বিশেষ ঝামেলায় পড়ে যাবেন। সেক্ষেত্রে আমরা বলব আইডি কার্ড এর তথ্য ভুল দেখতে পারেন তাহলে বলবো আর দেরি না করে অবশ্যই আপনারা এটা তথ্য সংশোধনের জন্য আবেদন করুন।

তথ্য সংশোধনের আবেদনের এনআইডি সার্ভিসের যে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে সেটার লিংক
https://services.nidw.gov.bd/nid-pub/ । এই লিংক গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করার মাধ্যমে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। নিচে আপনাদের জন্য ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।

উপরের উল্লেখিত ওয়েবসাইট ব্যবহার করে যখন আপনারা এনআইডি সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার সুযোগ পাবেন তখন আপনারা অবশ্যই সেখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অপশন পাবেন এবং সেই অপশনে ক্লিক করলেই আপনাদেরকে ভোটার আইডি কার্ডের নাম্বার প্রদান করার কথা বলা হবে। এছাড়াও আপনার জন্ম তারিখ সংক্রান্ত তথ্য এবং ঠিকানা সংক্রান্ত তথ্য প্রদান করে যখন তৃতীয় পেজে যাবেন তখন সেখানে একটি মোবাইল নাম্বার দেখানো হবে।

মোবাইল নাম্বারে ওটিপি এসএমএস নেওয়ার মাধ্যমে এবং এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে এখানকার যাবতীয় কাজ সম্পন্ন করুন। এনআইডি ওয়ালেট এর কাজ সম্পন্ন করে যখন আপনারা ওয়েবসাইট এ ফেরত আসবেন তখন আপনার একটা বিস্তারিত প্রোফাইল।

নিজের প্রোফাইলে প্রবেশ করে আপনারা যখন যে ঘরের তথ্য সংশোধন করবেন তখন তার ওপরে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলেই আপনাদেরকে ফিস যাচাই করার জন্য বলা হবে এবং এক্ষেত্রে আপনি সাধারণ আবেদনের জন্য ২৩০ টাকা ফিস মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করবেন। আর যদি কেউ জরুরী আবেদন করতে চান এবং দ্রুত এনআইডি কার্ড সংশোধন করতে চান তাহলে অবশ্যই 575 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। ফিস যাচাইয়ের এই অপশনটি স্কিপ করে আপনারা যে ঘরে তথ্যগুলো সংশোধন করতে চান সেই ঘরে চলে যাবেন। তথ্যের ওপরে থাকা ঘর রয়েছে এবং সেখানে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে তথ্য এডিট করার অপশন আপনাদের সামনে চলে আসবে।

আপনার যে ঘরে তথ্য সংশোধন করার প্রয়োজন সেই ঘরে টিক চিহ্ন দিয়ে তথ্য এডিট করবেন। এই কাজগুলো সম্পন্ন করে আপনাদেরকে আমরা পরবর্তী পেজে যেতে বলব এবং সেখানে আপনাকে পেমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। যেহেতু আপনি পেমেন্ট করেননি সেহেতু ওয়েবসাইটের শূন্য টাকা ডিপোজিট দেখানো হবে।

যখন আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন তখন সেটা অবশ্যই মোবাইল ব্যাংকিং এর সফটওয়্যার এর মাধ্যমে করবেন। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে আপনার সেই উল্লেখিত পেজটি রিফ্রেস করবেন এবং সেখানে টাকা দেখানো হবে। পরবর্তী পেজে গিয়ে আপনি যে সকল তথ্য সংশোধন করলেন তার সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণ সাপেক্ষ হিসেবে ওয়েবসাইটে আপলোড করতে হবে।

কাগজপত্র আপলোড করার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট রেজুলেশনের মধ্যে করতে হবে। তাছাড়া আপনি যদি তথ্য সংশোধনের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র আপলোড করতে না পারেন তাহলে আপনার আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার আবেদনপত্র সাবমিট করে দিন এবং অপেক্ষা করুন।

বর্তমান সময়ে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধনের অনেক আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে বলে আপনাদেরকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে বলা হলো। পরবর্তীতে আপনাদের তথ্য সংশোধন হয়ে গেলে ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন এবং এসএমএস আসলে সার্ভার স্টেশনে গিয়ে যোগাযোগ করে অরিজিনাল ভোটার আইডি কার্ড সংগ্রহ করুন।

অনলাইনে NID সংশোধনের নিয়ম

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম জেনে নিন। যাদের ভোটার আইডি কার্ডে তথ্য ভুল দেওয়া আছে এবং তথ্য ভুলের কারণে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা গ্রহণ করতে সমস্যা হচ্ছে তাদেরকে বলব যে অতি দ্রুত অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড সংশোধন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করে নিন। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে মানুষের সহায়তা মূলক পোস্ট করে থাকি এবং আজকের এই পোস্টের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ উপযুক্ত ভূমিকা পালন করবে।

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার মাধ্যমে আপনারা ঘরে বসেই কাজগুলো করতে পারবেন যদি উপযুক্ত প্রমাণাদি স্ক্যান করার স্ক্যানার আপনার রুমে থাকে। তাই অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটে প্রবেশ করে এই কাজগুলো করতে হবে সেই ওয়েবসাইটের ঠিকানা হলো https://services.nidw.gov.bd/nid-pub/ । এখানে একজন নাগরিক তার ভোটার আইডি কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন এবং সেখানে সেই সুযোগ প্রদান করা হয়েছে।

তাই আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করার জন্য এখানে একটি একাউন্ট ওপেন করবেন এবং এই অ্যাকাউন্ট হবে ভোটার আইডি কার্ড সংক্রান্ত। যেহেতু আপনি এখানে নিজস্ব ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে যাচ্ছেন ভোটার আইডি কার্ডের তথ্য এবং অন্যান্য বিষয়গুলো দিয়ে এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রত্যেকটি পেজে অথবা প্রত্যেকটি ধাপে যে সকল তথ্য আপনাদের থেকে চাওয়া হবে সেগুলো নিয়ে নিবেন।

অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল ফোনে ওটিপি এসএমএস যাওয়া এবং এনআইডি ওয়ালেট ডাউনলোড করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া ওয়েবসাইটে আপনারা যখন ইউজার আইডি প্রদান করবেন তখন অনেক সময় ইউজার আইডি গ্রহণ করা হয় না এবং এক্ষেত্রে ইউনিক ইউজার আইডি ব্যবহার করতে হয়। ইউনিক ইউজার আইডি ব্যবহার করে এবং পাসওয়ার্ড সেট করে যখন প্রোফাইল ওপেন করে ফেললেন তখন আপনাকে নিজের প্রোফাইলে লগইন করতে হবে এবং সেখানে গিয়ে তথ্য সংশোধন করার অপশন পেয়ে যাবেন।

মূলত এখানে তথ্য সংশোধন করার অপশন নেই এবং আপনি এখানে তথ্য সংশোধন করার জন্য উপরের ডান দিকে এডিট অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হল যে, যে সকল তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেগুলো সংশোধন করে নিন এবং সংশোধন করার পরে আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা ডিপোজিট করতে হবে। সাধারণ তথ্য সংশোধন করার জন্য ২৪৫ টাকা আপনাদেরকে ওয়েবসাইটে ডিপোজিট করে সংশোধনের যাবতীয় কাগজপত্র অথবা প্রত্যেকটি তথ্য দেখে নিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে।

সাবমিট হয়ে গেলে আবেদনপত্র পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন এবং এটি নিজেদের সংগ্রহে রেখে দিবেন। আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা হয়েছে এবং এটার অরিজিনাল কপি উপজেলা সার্ভার স্টেশন থেকে সংগ্রহ করুন। আর এভাবে আপনারা ঘরে বসে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *